কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : তেল ওজনে কম দেয়ার অপরাধে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় হিমালয় ফিলি স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে ওজন পরিমাপ ও মানদন্ড আইন ২০১৮ এর ২৯/৪৬ ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করে এই অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.খবিরুল আহসান।
জানা যায়, কেন্দুয়া পৌরশহরে সাউদপাড়া এলাকায় হিমালয় ফিলিং স্টেশন থেকে ক্রেতাদের অকটেন, পেট্রোল ও ডিজেল ওজনে কম দেয়ার অভিযোগে ময়মনসিংহে বিএসটিআই এর একটি দল অভিযানে এসে সত্যতা পায়। বিষয়টি উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) মো.খবিরুল আহসানকে খবর দেয় ওই দলটি।
খবর পেয়ে এসিল্যান্ড ঘটনাস্থলে এসে হিমালয় ফিলিং স্টেশনের ম্যানেজার হাবিবুর রহমান নিজেদের দোষ স্বীকার করলে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। জরিনার টাকা পরিশোধ করে ওই পাম্পের ম্যানেজার ছাড়া পান।
এ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বিএসটিআই এর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক জয়দেব রাজবংশী।