আবারও ৫০ হাজার ছাড়িয়ে গেল ভারতের দৈনিক সংক্রমণ। বুধবার দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৮৪৮ জন। এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়িয়ে গেল।
গোটা মহামারীতে ভারতে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৩ কোটি ২৮ হাজার ৭০৯ জনে। বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়াল। এর আগে কেবলমাত্র আমেরিকাতে ৩ কোটি ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা।
গত কয়েক সপ্তাহ ধরেই ভারতে দৈনিক সংক্রমণের হার কমছে। মঙ্গলবার এবং বুধবার তা ৩ শতাংশের নিচে রয়েছে। পাশাপাশি দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যাও এক মাসের বেশি সময় ধরে ধারাবাহিকভাবে কমছে। কমতে কমতে তা সাড়ে ৬ লাখের নিচে নেমেছে। দেশটিতে এখন সক্রিয় রোগী রয়েছেন ৬ লাখ ৪৩ হাজার ১৯৪ জন।