সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইর রাজাপুর উত্তর ইউনিয়নের বাবুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে অনয়িমের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত রঞ্জন তালুকদারের বিরুদ্ধে স্বে”ছাচারিতা, ম্যানেজিং কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ এনে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন ঐ এলাকার মানুষজন। অভিযোগে উল্লেখ করা হয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এলাকায় বিভিন্ন দল উপদল সৃষ্টি করার মাধ্যমে এলাকায় অপরাজনীতি সৃষ্ঠি করছেন। যার ফলে বর্তমানে এলাকায় থমথমে অবস্হা বিরাজ করছে। বিশেষ করে ম্যানেজিং কমিটি গঠন নিয়ে অনিয়মের জের ধরে এলাকায় মারামারি হতে পারে বলে সচেতন মহল ধারনা করছেন। ম্যানেজিং কমিটি গঠন এর পূর্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বদলীরও দাবী করছেন ঐ এলাকার লোকজন। বিদ্যালয়ের দাতা সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে বিধিমালা অমান্য করছেন। ম্যানেজিং কমিটিতে বিদ্যুৎসাহী সদস্য হিসেবে একজন রাজনৈতিক নেতাকে স্হান করে দেওয়ার অপতৎপরতা চালিয়ে যাচেছন। শুধু তাই নয় তিনি বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামতের ও স্লীপের টাকা পকেট কমিটির গঠন করে নিজ ইছামতো ব্যয় করছেন। একই এলাকার মীর কাসেম চৌধুরী জানান, হাওরাঞ্চলে বিদ্যালয় থাকায় প্রধান শিক্ষক ইছামতো বিদ্যালয়ে যাতায়াত করেন। বরাবরই বিদ্যালয়ে পাঠদানে ফাঁকি দিয়ে আসছেন। যার ফলে পাঠকার্যক্রম থেকে বঞ্চিত হচেছন কচিমনা শিক্ষার্থীরা। তিনি আরো বলেন, আমরা মনে করি প্রধান শিক্ষককে বদলী করলে তিনি তার এই স্বেচছারিতা থেকে সংশোধন হবেন। পাশাপাশি আমাদের বিদ্যালয়টিও এই অবস্হা থেকে পরিত্রান পাবে। প্রধান শিক্ষক সুজিত রঞ্জন তালুকদার বলেন আমি শতভাগ নীতিমালার মধ্যে আছি।