কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের চকবাজার বড় রাস্তা হতে দিলুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তাটিতে কিছুদিন আগে কাবিখা হতে মাটি কাটার কাজ হয়।
সম্প্রতি অতিবৃষ্টির কারণে রাস্তাটিতে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়। ফলে রাস্তাটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে।
আর রাস্তাটি সচল করতে শুক্রবার দুপুর থেকে স্বেচ্ছাশ্রমে কাজ করছে স্থানীয় ১৫ থেকে ২০ জন যুবক।
সরেজমিনে দেখা যায়, স্থানীয় বাসিন্দা শ্যামল বিশ্বাস ,জসিম, হারুন, রুবেলসহ ১৫-২০ জন যুবক ওই রাস্তাটিতে মেরামতের কাজ করছে। রাস্তাটি চলাচলের উপযুক্ত করতে কোদাল দিয়ে গর্তগুলোতে মাটি ভরাট করছেন তারা।
তারা জানান, ওই রাস্তা দিয়ে প্রতিদিন অন্তত দুই হাজার মানুষ চলাচল করে। রাস্তাটির পাশে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি মসজিদ রয়েছে। সম্প্রতি রাস্তাটিতে গর্তের সৃষ্টি হওয়ায় স্থানীয় লোকজনসহ মুসুল্লিরা চরম দুর্ভোগে পড়েছিল। তাই তারা নিরুপায় হয়ে স্বেচ্ছাশ্রমে রাস্তার গর্ত ভরাট করে চলাচল উপযোগী করে তোলে।
দিলুড়া বাজারের ব্যবসায়ী আবুল হোসেন জানান, রাস্তাটি সংস্কার না হওয়ায় বাজারে মানুষের যাতায়াত কমে গিয়েছিল। স্বেচ্ছাশ্রমে স্থানীয় যুবকরা রাস্তাটি সংস্কার করে দেওয়ায় মানুষের দূর্ভোগ কিছুটা লাগব হয়েছে।