কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার মোহনগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলো- মোহনগঞ্জ পৌরশহরের মাইলোড়া গ্রামের ছদ্দু মিয়ার ছেলে নূর আলম ওরফে নূরুল আমিন (২৮) ও দেওথান গ্রামের নূর আহম্মদের ছেলে আব্দুল্লাহ আল সোহান।
শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, এদের মধ্যে সোহানকে চুরি ও মারামারি মামলায় গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে চোরাই মোবাইল উদ্ধার করা হয়েছে। অপরজন ওয়ারেন্টভুক্ত আসামি।
মোহনগঞ্জ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রিশাদ আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, তাদেরকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।