আমিনুল হক, সুনামগঞ্জ :
শিক্ষা, স্বাস্হ্যের দিক দিয়ে সুনামগঞ্জবাসী এখনও পিছিয়ে রয়েছে। ১৬৫টি গ্রামে এখনো কোন প্রাথমিকবিদ্যালয় নেই। মুক্ত জলাশয়ের অভাবে প্রকৃত মৎসজীবিরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। দেশে পুষ্টির চাহিদা পুরন হচ্ছে না। জেন্ডার বৈষম্যের কারণে
গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত করনে বিরুপ প্রভাব দেখা দিচ্ছে। দারিদ্র বিমোচনে দেশে ভিক্ষাবৃত্তি বাধা হয়ে দাড়িয়েছে ।বিশ্বের ১০০ কোটি মানুষ এখন দারিদ্র সীমার নিচে বাস করছে। তাদের দৈনিক আয় ১.২৫ ডলােরের নিচে। এসডিজি অর্জনে স্হানীয় পর্যযায়ে সংবাদ সম্মেলনে এইসব তুুুলে ধরেন বক্তারা। মুল প্রবন্ধ উপস্থাপন করেন কমিটির সম্বনয়কারি কল্যান রেমা।
১৯ জুন শনিবার শহীদ জগৎজ্যোতি পাঠাগারে গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্তকরণ প্রতিষ্ঠানের অংশ গ্রহনে, এসডিজির অর্জনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান নিগার সুলতানার সভাপতিত্বে এ সময়
উপস্হিত ছিলেন এসডিজি নেটওয়ার্ক কমিটির সহসভাপতি রমেন্দ্র কুমার দে, জেলা পরিযদ সদস্য ফৌজিআরা শাম্মি সুজনের নির্মল ভট্টাচার্য , সদস্য অ্যাড কামাল, জাহাঙ্গীর আলম, অজয়া প্রমুখ।