কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পারিবারিক দ্বন্ধে সংঘর্ষের ঘটনায় চাচার আঘাতে আহত ভাতিজা সাখাওয়াত হোসেন সজল (২৫) মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১০ দিন থাকার পর চিকিৎসাধীন অবস্থায় সজলের মৃত্যু হয়।
নিহত সজল উপজেলার পাইকুড়া ইউনিয়নের ছিটোয়া নোয়াপাড়া গ্রামের আওয়াল খানের ছেলে। অভিযুক্ত লালু খান নিহতের সহোদর চাচা।
পুলিশ সূত্রে জানা যায়, আওয়াল খান ও লালু খান সম্পর্কে সহোদর দুই ভাই। দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়াদি নিয়ে তাদের মধ্যে পারিবারিক দ্বন্ধ বিরাজমান ছিল। পূর্ব থেকে দ্বন্দের জের ধরে গত ৮ জুন দুপুরে তর্ক-বিতর্কের এক পর্যায়ে দুপক্ষের মাঝে মারামারি ঘটনা ঘটে। এতে চাচা লালু খানের শক্ত বস্তুর আঘাতে ভাতিজা সজল গুরুতর আহতসহ দুপক্ষের ৬-৭ জন আহত হন। সজলকে আহত অবস্থায় প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল নেয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়া হয় সজলকে। আজ (বৃহস্পতিবার) সকালে সজলের মুত্যু হয়েছে এবং মৃতদেহ বাড়িতে পৌঁছতে রাত হবে বলে জানা গেছে।
কেন্দুয়া উপজেলার পেমই তদন্ত কেন্দ্রের ইনচার্জ (তদন্ত) আবু সাঈদ এঘটনাার সত্যতা নিশ্চিত করে জানান, মারামারি ঘটনার ১০দিন অতিবাহিত হলেও কোন পক্ষ অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে। ঢাকায় ময়না তদন্ত শেষে লাশ বাড়িতে ফিরতে রাত হতে পারে জানান তিনি।