তানভীর আহমেদ: তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলা তথ্য অফিস কর্তৃক বৃহস্পতিবার সকালে তাহিরপুর উপজেলায় আয়োজিত “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সমন্বয়ে ওরিয়েন্টেশন কর্মশালা ” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাজেদুল হাসান।
এসময় তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল। পরবর্তীতে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার এর নিকট অধিদপ্তরের প্রস্তুতকৃত হ্যান্ড স্যানিটাইজার হস্তান্তর করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাজেদুল হাসান।