সুনামগঞ্জ প্রতিনিধি.
সুনামগঞ্জের জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকান্ডে দোকান পুড়ে ছাই হয়েছে। সুনামগঞ্জ জগন্নাথপুর উপজেলার পৌরশহরের হাসপাতাল পয়েন্ট সংলগ্ন এলাকায় ২৩ এপ্রিল বৃহস্পতিবার ভোর ৪টায় বিদুৎ এর সর্ট সার্কিটে আগুনের সুত্রপাত হয়। ভয়াবহ অগ্নিকান্ডে দোকান কোটা পুড়ে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। । ক্ষতিগ্রস্হ দোকান কোটার মালিক সালমান টি ষ্ঠল এন্ড ভেরাইটিজ প্রোপাইটর শাহজাহান আলম ও পরিবারের লোকজন বর্তমানে খুবই মানবেতর জীবনযাপন করছেন । দোকানের ব্যবসার উপর শাহজাহান তার ১২ সদস্যের ব্যয় নির্ভার করে আসছে। পাশাপাশি সন্তানদের
স্কুল কলেজে পড়াশোনার ব্যয়ও এই ব্যবসার উপর নির্ভরশীল। দোকানটি পুড়ে যাওয়ায় পরিবারের লোকজন হতাশায় দিনাতিপাত করছেন। পরিবারের লোকজনের সাথে আলাপকালে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত এই ব্যবসার আয় দিয়ে সুন্দর ভাবে চলাচল করে আসছিলেন। তাই দোকানের অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি প্রশাসনের সু দৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।