দেশীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি দিতে আরও কিছু বিষয় জানতে চেয়েছে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ। আজ বুধবার সকালে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের (বিএমআরসি) ইথিক্যাল বোর্ড়ের সভা অনুষ্ঠিত হয়।
ন্যাশনাল রিচার্স এথিকস কমিটি দেশে করোনা টিকার অনুমোদনের বিষয়টি পর্যালোচনা করছে। সভায় বিএমআরসি আবেদন করা তিনটি কোম্পানিকে অনুমোদন দিতে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তিনটি কোম্পানির মধ্যে একটি গ্লোব বায়োটেকের, চীনের একটি এবং ভারত বায়োটেক। তবে শর্ত পূরণ করতে হবে, যেমন মানুষের আগে বানরের শরীরে টিকা প্রয়োগ করতে হবে।
বিএমআরসি পরিচালক অধ্যাপক ডা. রুহুল আমিন বলেছেন, করোনাভাইরাস প্রতিরোধে গ্লোব বায়োটেকের উদ্ভাবিত টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন পেয়েছে, বিষয়টি এমন নয়। তবে আমরা এ বিষয়ে পজিটিভ। টিকার নিরাপত্তাসহ বেশকিছু বিষয় জানতে চাওয়া হয়েছে। আমরা তাদের সাথে আলোচনায় বসবো।