৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল কবে প্রকাশ হবে তা গণমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (বিপিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নুর আহমেদ।
সোমবার তিনি বলেন, ‘ফল প্রকাশে আমাদের চেষ্টা অব্যাহত। তবে ফল প্রকাশে আরও এক মাস সময় লাগতে পারে। এ ক্ষেত্রে জুলাইয়ের আগে সম্ভব নয়। কারণ, করোনার কারণে কাজের গতি কিছুটা স্থির রয়েছে। পাশাপাশি একাধিক বিসিএস ক্যাডার, নন ক্যাডার নিয়ে কার্যক্রম চলছে। কর্মকর্তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তবে আমরা চেষ্টা করছি, খুব শিগগিরই ফল দেওয়ার। প্রার্থীদের কমপক্ষে আরও এক মাস অপেক্ষা করতে হতে পারে। আশা করছি, জুলাইয়ের মাঝামাঝি আমরা ফল প্রকাশ করতে পারব।’
গত বছরের ৩০ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে বিপিএসসি। এরপর চলতি বছরের ১৯ মার্চ প্রিলিমিনারি পরীক্ষা হয়।