সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান গত বৃহস্পতিবার দিবাগত রাত থেকে নিখোঁজ রয়েছেন বলে তার পরিবার দাবি করেছে। তার স্ত্রী সাবেকুন নাহার জানান, তিনি এদিন দুপুরে রংপুর থেকে ঢাকায় রওনা হয়েছিলেন।
পারিবারিক সূত্র জানিয়েছে, নিখোঁজ হওয়ার তথ্য জানিয়ে রংপুর সদর থানায় জিডি করা হয়েছে। আদনানের মা আজেদা বেগম এ জিডি করেন। পরিবারের অভিযোগ, নিখোঁজের বিষয়ে ঢাকার দারুসসালাম এবং মিরপুর থানায় অভিযোগ করতে গেলে কোনো থানাই তা গ্রহণ করেনি। আদনানের স্ত্রী বলেন, ‘বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৩৭ মিনিটে তার (আদনান) সঙ্গে শেষ কথা হয়। উনি তখন গাবতলী ছিলেন। এরপর রাত ৩টা থেকে তার ফোন বন্ধ পাই, এখনো পর্যন্ত নম্বর বন্ধই পাচ্ছি।’ তিনি আরও জানান, নিখোঁজ হওয়ার সময় তার সঙ্গে গাড়ি চালকসহ আরও তিনজন সহকর্মী ছিলেন।