স্টাফ রিপোর্টার : নেত্রকোনার আটপাড়া উপজেলায় ফ্রি ডায়াবেটিস ও চক্ষু বিষয়ক স্ক্রিনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টা থেকে দুপুর ২টার পর্যন্ত উপজেলার সুখারী ইউনিয়নের নাজিরগঞ্জ বাজারে ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী খায়রুল ইসলাম। পরে বিনামূল্যে ৫০০ জনের ডায়বেটিসের রক্ত পরীক্ষা শেষে সনাক্তকৃত ডায়াবেটিস রোগীদের চক্ষু পরীক্ষা (ভিশন টেষ্ট) করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা প্রেসক্লাবের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, আবুু আব্বাছ কলেজের অধ্যাপক সাইদুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. নাজমুস সাকিব, মুক্তিযোদ্ধা খন্দকার সালাম মাস্টার, সুখারী ইউপির চেয়ারম্যান কফিল উদ্দিন খোকন তালুকদার, দুজন ইউপির চেয়ারম্যান মনি, প্রাক্তন চেয়ারম্যান মুর্তজ আলী, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুমন খন্দকারসহ আরো অনেকে।