ব্রাজিল বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলার পর ২০১৬ উয়েফা ইউরোতেও কোয়ার্টার ফাইনাল খেলে বেলজিয়াম। যদিও একবিংশ শতাব্দীতে দ্যা রেড ডেভিলদের সবচেয়ে বড় অর্জন ধরা হয় রাশিয়া বিশ্বকাপে তৃতীয় স্থান। ফুটবলে নিজেদের সোঁনালী প্রজন্ম পার করছে বেলজিয়াম। কেভিন ডি ব্রুইন-ইডেন হ্যাজার্ডদের এই দলটি এখন র্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বর দল। তাই স্বভাবতই, এবারও ইউরোর অন্যতম ফেভারিট দল লুকাকুদের দলটি।
ঠিক ফেভারিটদের মতই এবারের ইউরো অভিযান শুরু করেছে বেলজিয়াম। শনিবার রাতে সেন্ট পিটারর্সবুর্গে ‘বি’ গ্রুপের ম্যাচে স্বাগতিক রাশিয়াকে ৩-০ গোলে হারিয়েছে বিশ্বের এক নম্বর দল বেলজিয়াম।
প্রতিপক্ষের মাঠে শুতু থেকে একচেটিয়া আক্রমণ করা বেলজিয়াম ইন্টার মিলানের হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো রোমেলু লুকাকুর গোলে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধেই ব্যবধান বাড়ান তমা মুনিয়ে। শেষ দিকে নিজের দ্বিতীয় গোলটি করে সফরকারীদের জয় নিশ্চিত করেন লুকাকু।
আগামী ১৭ই জুন গ্রুপ বি’এর নিজেদের দ্বিতীয় ম্যাচে কোপেনহেগেনে স্বাগতিক ডেনমার্কের বিপক্ষে মাঠে নামবে বেলজিয়াম। বাংলাদেশ সময় রাত একটায় ম্যাচটি ম্যাচটি অনুষ্ঠিত হবে। তার আগে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে ফিনল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে রাশিয়া।