ব্রাজিলে এক বিশাল মোটরসাইকেল র্যালিতে মাস্ক ছাড়াই উপস্থিত হয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনারো। এজন্য তাকে ১০৮ ডলার জরিমানা করা হয়েছে। রবিবার এ খবর প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স।
আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা ব্রাজিলে। সেই নির্বাচনের প্রচারের অংশ হিসেবে সাও পাওলো প্রদেশে ওই মোটরসাইকেল র্যালির আয়োজন করেন বলসোনারোর সমর্থকরা।
এর আগেও গত মাসে মারানহাও প্রদেশে মাস্ক না পরেই বিশাল জনসভা করেছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট। তখন মারানহাও প্রদেশের প্রশাসন তাকে জরিমানা করেছিল।
বিশ্বজুড়ে করোনা মহামারি শুরুর পর থেকে এ রোগে আক্রান্তের হিসেবে তৃতীয় ও মৃত্যুর হিসেবে দ্বিতীয় শীর্ষ অবস্থানে আছে ব্রাজিল।