কে. এম.সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : বজ্রপাতে মৃত্যুঝুঁকি কমাতে নেত্রকোনার মদন উপজেলায় পথসভা, মতবিনিময় ও লিফলেট বিতরন করা হয়েছে। শনিবার (১২ জুন) উপজেলা জেলা প্রশাসনের সহযোগীতায় জনউদ্যোগ নেত্রকোনার আয়োজনে পথসভা শেষে মদন উপজেলার উচিতপুর ঘাটে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জনউদ্যোগের নেত্রকোনার আহব্বায়ক বীর মুক্তিযোদ্ধা হায়দায় চৌধুরীর সভাপতিত্বে ও জেলা সুজনের সভাপতি শ্যামলেন্দু পাল এর সঞ্চলনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নেত্রকোনা আবহাওয়া কার্ষালয়ের কর্মকর্তা মো. মামুন, মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ প্রমূখ।
এ সময় জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরন করা হয়।