কে. এম. সাখাওযাত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার মদন উপজেলায় নৌ-দুর্ঘটনা রোধে চালক, মালিক ও ইজাদারগণের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুন) দুপুরে উপজেলার উচিতপুর ঘাটে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে নৌ মালিক ও চালকদের মাঝে দুইশত লাইফ জ্যাকেট বিতরন করেন নেত্রকোনার জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান।
মদন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নৌ দুর্ঘটনা রোধে মদনের উচিতপুর ঘাটে নৌ পুলিশ স্থাপনের চিন্তা ভাবনা রয়েছে। নৌ পুলিশ বর্ষা মৌসুমে এখানে তিন মাস অবস্থান করে এই লক্ষ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রস্তাব পাঠানো হয়েছে। আশা করছি অচিরেই তা বাস্তবায়ন হবে।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সুহেল মাহমুদ, নেত্রকোনা প্রেসক্লাবের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপাতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, ৩নং ইউনিয়নের চেয়ারম্যান বদরুজ্জামান মানিক, সাংবাদিক এ কেএম আব্দুল্লাহ ও সঞ্চয় সরকার, ঘাট ইজারাদার লাহুত মিয়া, ট্রলার মালিক মিজানুর রহমান সহ আরো অনেকে।
এছাড়া উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সম্পাদক শ্যামলেন্দু পাল সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিে এবং নৌ মালিক ও চালকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।