কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : বালু মহাল থেকে অবৈধভাবে বালু নেয়ার সময় তিন ট্রাকের মালিককে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দিনগত রাত ১০টার দিকে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) রুয়েল সাংমা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
জানা যায়, নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ১নং বালু মহালে ইজারার অর্থ পরিশোধ সংক্রান্ত জটিলতায় বালু উত্তোলন বন্ধ রয়েছে। এ অবস্থায় ওই বালু মহাল থেকে রাতে অবৈধভাবে তিন ট্রাকে করে বালু নিয়ে যাবার সময় গোপন তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলার সহকারি কমিশনার (ভূমি) রুয়েল সাংমা। পরে তিনি বালু ভর্তি ট্রাকগুলোকে পুলিশের সহায়তায় আটক করে উপজেলা পরিষদে নিয়ে আসেন।
দুর্গাপুরের সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুয়েল সাংমা জানান, ইজারার রাজস্ব পরিশোধ সংক্রান্ত আইনী জটিলতায় ১নং বালু মহালে বালু উত্তোলন বন্ধ রয়েছে। রাতের আধারে এ ঘাট থেকে অবৈধভাবে ট্রাকে করে বালু নেয়ার খবর পেয়ে তিনটি ট্রাককে জব্দ করে উপজেলা পরিষদে নিয়ে আসা হয়। রাতেই ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ (শুক্রবার) সকালে বালু ভর্তি ট্রাকগুলো খালি করে নিয়ে যাবে।