কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার মদন উপজেলা রিজান (১৫) নামে এক কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে খবর পেয়ে পুলিশ উপজেলার খাগুরিয়া এলাকায় পাটক্ষেত থেকে কিশোরের লাশ উদ্ধার করে। রিজান পেশায় অটোরিকশা চালক এবং সে উপজেলার জাহাঙ্গীপুর পূর্বপাড়া গ্রামের শাহ আলমের ছেলে।
আজ (বৃহস্পতিবার) দুপুরের রিজানের পরিবারের পক্ষ থেকে নিখোঁজের জিডি করে এবং গত মঙ্গলবার থেকে অটোচালক রিজান নিখোঁজ ছিল নিহতের পরিবারের দাবি। নিখোঁজের পরের দিন গত বুধবার রাতে রিজানের অটোরিকশাটি উপজেলার বটতলা এলাকা থেকে উদ্ধার করেছিল পুলিশ।
মদন থানার পরিদর্শক (তদন্ত) উজ্জল কান্তি সরকার লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হবে। আজ (বৃহস্পতিবার) দুপুরে নিহত অটো চালক রিজানের পরিবারের পক্ষ থেকে নিখোঁজের জিডি করা হয়।
এরআগে গত বুধবার রাতে বটতলা এলাকা থেকে অটো রিকশা উদ্ধার করা হয়েছিল তা রিজানের বলে জানা গেছে জানান তিনি।