ফরহাদ খোন্দকার, জেলা প্রতিনিধী :
ফেনী জেনারেল হাসপাতাল মোড় সংলগ্ন এলাকা থেকে গতকাল সকালে ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, জেনারেল হাসপাতাল মোড় সংলগ্ন ছাগলনাইয়া ও ফুলগাজী সিএনজি স্টেশনের সামনে অভিযান চালিয়ে ২শ পিস ইয়াবা সহ তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ছাগলনাইয়া উপজেলার পশ্চিম দেবপুরের মোঃ দুলাল মিয়ার ছেলে মোঃ মঞ্জুর আলম (২৮), ফুলগাজী উপজেলার মনিপুরের মোঃ আবুল কাশেমের ছেলে আব্দুল আজিজ নয়ন (২৩) ও ফুলগাজী উপজেলার মনিপুরের মৃত আব্দুল রাজ্জাকের ছেলে মোঃ রাসেল (২২)।
গোয়েন্দা পুলিশের ওসি মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া ইয়াবাসহ তিনজনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, আসামীদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment