তানভীর আহমেদ, তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সারাদেশের মত করোনা বিপর্যয়ের আশঙ্কা থাকায় করোনা ভাইরাস (কোভিড-১৯) এর বিস্তার রোধে গণপরিবহনে মোবাইল কোর্ট পরিচালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবির।
মঙ্গলবার (৮জুন) উপজেলার বিভিন্ন স্থানে গণপরিবহনে মোবাইল কোর্ট পরিচালনা ও জনসচেতনতা তৈরির প্রচারণা চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবির।
এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে ৬টি মামলায় ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়। তারপর পথচারী দের মধ্যে সচেতনদা বাড়াতে মাস্ক বিতরণ করা হয়।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবির জানান, কোভিড-১৯ (করোনা ভাইরাস) রোধে অভিযান অব্যাহত থাকবে সেক্ষেত্রে তাহিরপুরবাসির সহযোগিতা কামনা করছি। সকলে স্বাস্থবিধি মেনে চলুন, বাড়ির বাহিরে গেলে মাস্ক পরিধান করুন এবং সামাজিক দূরত্ব মেনে চলুন।