দুয়ারে কড়া নাড়ছে ইউরো চ্যাম্পিয়নশীপ। আর সপ্তাহখানেক পরই মাঠে গড়াচ্ছে মহাদেশীয় লড়াই। মর্যাদার ইউরোয় মাঠে নামার আগে দলগুলি এখন প্রস্তুতিমূলক আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলছে।
উয়েফা ইউরোর শিরোপা পুনরুদ্ধারের জন্য প্রস্তুত হচ্ছে স্পেনও। প্রতিযোগিতার ইতিহাসে একমাত্র দল হিসেবে টানা দুইটি ইউরোজয়ী লা রোজারা পর্তুগালের বিপক্ষে ইউরোর প্রস্তুতিমূলক প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ড্র করার পর শেষ ম্যাচে মাঠে নামবে লিথুয়ানিয়ার বিপক্ষে।
তবে নিজেদের প্রস্তুতি সেরব উঠার আগেই বড় দুঃসংবাদ পেল লুইস এনরিকের দল। পর্তুগালের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার পর করোনা পরীক্ষায় পজিটিভ এসেছে মিডফিল্ডার সার্জিও বুসকেতসের।
বার্সেলোনা মিডফিল্ডারের করোনা পজিটিভ হওয়ার কথা নিশ্চিত করেছে স্পেন। নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই কথা জানায় স্প্যানিশ ফুটবল ফেডারেশন। বর্তমানে বার্সেলোনার কিংবদন্তি এই মিডফিল্ডার আইসোলেশনে আছে।
বুধবার ঘরের মাঠে লিথুনিয়ার বিপক্ষে উয়েফা ইউরোর শেষ প্রস্তুতিমূলক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামবে স্পেন। ছয়দিন পর সুইডেনের বিপক্ষে স্প্যানিশদের ইউরো অভিযান শুরু হবে। এমন সময়ে দলের অভিজ্ঞ এই মিডফিল্ডারের অনুপস্থিতি নিশ্চিত চিন্তার ভাঁজ ফেলবে কোচ লুইস এনরিকের কপালে!