কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় পৌরশহরে আকস্মিক ঘূর্ণিঝড়ে ২০-২৫টি টিনের ঘর ক্ষতিগ্রস্থ ও শতাধিক গাছপালা উপড়ে পড়েছে এবং বিদ্যুৎের তার ছিড়ে গেছে। এ সময় ঝড়ে নারীসহ দুইজন আহত হয়েছেন। শনিবার ভোরে মোহনগঞ্জ পৌরশহরের ৪নং ওয়ার্ডের দেওথান, মীরেরগাতি ও বারইছিড়া গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে এসব ঘরবাড়ি ভেঙে যায় ও গাছপালা উপড়ে পড়ে।
আহতরা হলেন, মীরেরগাতি গ্রামের নান্টু দত্ত ও দেওথান গ্রামের ইভা সরকার। ঘটনার পরপরই ক্ষতিগ্রস্থ এসব এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় কাউন্সিল মো. মানিক তালুকদার ও পৌরমেয়র লতিফুর রহমান রতন।
কাউন্সিলর মনিক তালুকদার জানান, ঝড়ে ২১টি মতো কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। পাশাপাশি শতাধিক গাছপালাও উপড়ে পড়েছে। ইতিমধ্যে ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি করা হয়েছে। তাদের সহায়তার জন্য দ্রুত এ তালিকা প্রশাসনের কাছে দেয়া হবে।
মোহনগঞ্জ পৌরসভার মেয়র লতিফুর রহমান বলেন, পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্থদের তালিক তৈরি করেছি। তাদের সহায়তার জন্য এ তালিকা দ্রুত জেলা প্রশাসক বরাবর পাঠানো হবে।