কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : সারা দেশের ন্যায় নেত্রকোনাতেও দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদশর্নী ২০২১ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুন( সকালে জেলা প্রাণিসম্পদ কর্মাকর্তার কার্যালয়ে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি’র পক্ষে জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নেত্রকোনা সদর উপজেলা পরষদের চেয়ারম্যান অধ্যাপক মো. তফসিল উদ্দিন খান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, আব্দুল খালেক তালুকদার প্রমুখ।
প্রদর্শনীতে ২০টি স্টলে বিভিন্ন উন্নত জাতের পশুপাখি ও দুগ্ধজাত খাদ্যপ্র্রদর্শন সহ প্রাণি সম্পদ উনয়নে বিভিন্ন দিকনির্দেশনা সম্বলিত উপকরণ প্রদর্শন করা হয়।