ব্যাংকিং ব্যবস্থা থেকে ২০২১-২২ অর্থবছরে সরকার ৭৬ হাজার ৪৫২ কোটি টাকা ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যা জিডিপির ২ দশমিক ২ শতাংশ।
বৃহস্পতিবার জাতীয় সংসদে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় অর্থাৎ ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান।
২০২০-২১ অর্থবছরে সরকার ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল ৮৪ হাজার ৯৮০ কোটি টাকা। তবে সংশোধন করার পরে ব্যাংক ঋণ কমে দাঁড়িয়েছে ৭৯ হাজার ৭৪৯ কোটি টাকা।
এবারের বাজেটের আকার ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা।