দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা ইস্যু ও সামরিক সহযোগিতা বাড়াতে আলোচনা হয়েছে ইরান ও রাশিয়ার মধ্যে। গতকাল বুধবার ইরানের উপ প্রতিরক্ষামন্ত্রী জেনারেল হোজ্জাতুল্লাহ কোরেইশি ও রাশিয়ার উপ প্রতিরক্ষামন্ত্রী আলেকজান্ডার ফোমিন মস্কোয় এক আলোচনায় বসেন। খবর পার্সটুডের।
জানা গেছে, দু’ক্ষ চলমান সামরিক ও সামরিক-কৌশলগত সহযোগিতা নিয়ে আলোচনা করে। এছাড়া, দুই উপমন্ত্রী আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে মতবিনিময় করেন। প্রতিরক্ষা খাতে পারস্পরিক যোগাযোগ ও ঘনিষ্ঠ আলোচনা থাকবে বলেও তারা প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এমনটাই জানিয়েছে। এর আগে, মঙ্গলবার রাশিয়ার ফেডারেল সার্ভিস ফর মিলিটারি অ্যান্ড টেকনিক্যাল কো-অপারেশনের প্রধান দিমিত্রি শুগায়েভ জানান, রাশিয়া থেকে বিভিন্ন ধরনের অস্ত্র পেতে আগ্রহী ইরান। উল্লেখ্য, ইরান ও রাশিয়ার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বিশেষ করে সামরিক ক্ষেত্রে।