বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু ছাড়িয়েছে ৩৭ লাখ। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী এ প্রতিবেদন লেখা পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৭ কোটি ২৪ লাখ ২৬ হাজার ছাড়িয়েছে।
বিশ্বে এ পর্যন্ত করোনায় মারা গেছে ৩৭ লাখ ৬ হাজারের বেশি মানুষ। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১৫ কোটি ৫০ লাখ ৬০ হাজারের বেশি মানুষ।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। এরপর ধীরে ধীরে বিশ্বের সব দেশে করোনা ছড়িয়ে পড়ে।