জসিম উদ্দীন, কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি :-
নেত্রকোনার কলমাকান্দায় বুধবার সকালে নাজিরপুর ইউনিয়নের দিলুড়া গ্রামে নানাবাড়ি বেড়াতে গিয়ে নদীতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশু তামিম হাসান (২)। সে উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের খাসপাড়া গ্রামের শামীম মিয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার শিশুটি তার মায়ের সঙ্গে দিলুড়া নানাবাড়িতে বেড়াতে যায়। বুধবার সকালে নানাবাড়ির পাশে খেলাধুলার একপর্যায়ে নদীতে পড়ে যায়। পরিবারের লোকজন নদী থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।