মো: হাবিবুর রহমান, নড়াইল প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া থানাধীন পাচুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ৪৫ পিচ ইয়াবাসহ দুইজন কে গ্রেপ্তার করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার ৩১ মে রাত সাড়ে ১১ ঘটিকার দিকে আব্দুর রহমান মল্লিক ও মো: কালাম শিকদার নামে ওই দুই ব্যক্তি কে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। আটককৃত আব্দুর রহমান মল্লিক (৩২) উপজেলার পাচুড়িয়া পূর্বপাড়ার মো : আক্কাস মল্লিকের ছেলে ও আসামী মো: কালাম শিকদার (৪০) উপজেলার ইতনা পশ্চিমপাড়ার মৃত মোরাদ শিকদার এর ছেলে।
জেলা গোয়েন্দা সূত্রে জানা গেছে,নড়াইল জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে গোপন তথ্যের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এস আই মনিরুল ইসলামের নেতৃত্বে এ এস আই মাহফুজুর রহমান সহ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় লোহাগড়া থানাধীন পাচুড়িয়া চৌরাস্তা মোড় এলাকায় অভিযান চালিয়ে ৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আসামী ১.আব্দুর রহমান মল্লিক এবং ২.মো: কালাম শিকদার নামে ওই দুই ব্যক্তি কে গ্রেপ্তার করেন।
এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এস আই মনিরুল ইসলাম বলেন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামী দুইজন কে ৪৫ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করতে সক্ষম হই এবং আসামীদের বিরুদ্ধে লোহাগড়া থানায় মামলা দায়ের করা হয়েছে ও আদালতে প্রেরণ করা হয়েছে।