কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার ডনবস্কো কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
বালক পর্যায়ে বাকলজোড় ইউনিয়নকে ১-০ গোলে হারিয়ে জয় লাভ করে দুর্গাপুর পৌরসভা। বালিকা পর্যায়ে দুর্গাপুর পৌরসভা ৩-০ গোলে পরাজিত হয় কুল্লাগড়া ইউনিয়নের কাছে।
খেলা শেষে বিজয়ী দুই দলের হাতে পুরস্কার তুলে দেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব উল আহসান।
এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, দুর্গাপুর পৌরসভার মেয়র মো. আলা উদ্দিন আলাল, সহকারি পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) মাহমুদা শারমিন নেলী, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুমন রাংসা, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, জেলা পরিষদ সদস্য ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নাসির উদ্দিন, থানার ওসি শাহনুর-এ আলম, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম প্রমুখ।