কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার মদন উপজেলা থেকে নেত্রকোনার আদালতে নেয়ার পথে হাতকড়া নিয়ে পলানো আসামি পলাশকে (১৮) অবশেষে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। সোমবার (৩১ মে) দিনগত রাত পৌনে ১১টার দিকে জেলার কেন্দুয়া উপজেলা থেকে আটক করে।
এ তথ্য মদন থানার ওসি ফেরদৌস আলম রাতেই স্থানীয় সাংবাদিকদের নিশ্চিত করেছেন। পলাশ কেন্দুয়া উপজেলার কাউরাট গ্রামের রমিলন মিয়ার ছেলে।
উল্লেখ্য, গত রবিবার (৩০ মে) বিকালে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের খাগুরিয়া এলাকা থেকে চুরি করে আনা একটি গরুসহ পলাশকে আটক করে মদন থানা হেফাজতে দেয় স্থানীয়রা। তার বিরুদ্ধে মামলা দিয়ে সোমবার (৩১ মে) দুপুরে সিএনজি যোগে নেত্রকোনা আদালতের উদ্দেশ্যে রওনা দেয় মদন থানার পুলিশ।
মসুলধারে বৃষ্টিতে পথের মধ্যে উপজেলার মদন বাজার এলাকায় সিএনজি আসলে পুলিশকে ফাঁকি দিয়ে হাতকড়া নিয়ে পালিয়ে যায় পলাশ।