স্টাফ রিপোর্টার : নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মটরের সংযোগ দিতে দিয়ে সুমন (২০) নামে এক কৃষি শ্রমিক বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছেন। নিহত শ্রমিক গড়াডোবা ইউনিয়নের বান্দনাল কোনাপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে।
সোমবার (৩১ মে) দুপুরে বলাইশিমূল ইউনিয়নে আড়ালিয়া গ্রামে ঘটেছে এবং সুমন ওই গ্রামের আবুল হাসনাতের কৃষি শ্রমিকের কাজ করতেন।
স্থানীয়দের বরাত দিয়ে কেন্দুয়া থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, আড়ালিয়া গ্রামের আবুল হাসনাতের বাড়িতে কৃষি শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলেন। তিনি বাড়ির সামনে হাওরে সেচ দেয়ার মেশিন ঘরে থাকতেন। দুপুরে বৃষ্টি নামলে হাত-পা ধোয়ার জন্য বৈদ্যুতিক মটরে সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়।
পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন বলে জানতে পেরেছি।