কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার মদন উপজেলায় সিমা আক্তার(১৩) নামে এক সপ্তম শ্রেনির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ আত্মহত্যা করেছে। সোমবার (৩১ মে) বিকালে নিজ বাড়ির বাংলো ঘরে আড়ার সঙ্গে গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করে সিমা।
সিমা আক্তার উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের গোবিন্দশ্রী বড্ডা গ্রামের এনায়েত কবিরের মেয়ে ও গোবিন্দশ্রী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
শিক্ষার্থীর মা আমেনা আক্তার বলেন, সোমবার বিকালে আমি রান্নার লাকড়ি আনতে বাড়ির সামনে চলে যায়। হঠাৎ বাড়ির বাংলো ঘরে শব্দ শুনে ভিতরে গিয়ে দেখি আমার মেয়ে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেছিয়ে ঝুলে আছে। ডাক-চিৎকার দিলে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে মদন হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফারহানা অলিজা মৃত ঘোষণা করে।
মদন থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল খালেক বলেন, সিমা আক্তারের মৃত্যুর খবর পেয়ে আমি হাসপাতালে এসেছি। পরিবার ও উধ্বর্তন কর্তৃপক্ষের সিদ্ধান্তনুযায়ী পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।