কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বলাইশিমুল ইউনিয়নে হঠাৎ ঝড়ে লন্ডভন্ড নোয়াদিয়া বালিজুড়ি বাজারসহ দুই গ্রাম।
সোমবার দুপুর ১টার দিকে বয়ে যাওয়া বৃষ্টির সাথে আকস্মিক ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানা গেছে। এতে বাজারের কয়েকটি দোকান, বাজারের পাশে গৃহহীনদের জন্য সরকারিভাবে নির্মিত কয়েকটি ঘর, ভরাপাড়া ও লস্করপুর গ্রামে অনেক বাড়ি-ঘর ক্ষতি সাধিত হয়েছে।
নোয়াদিয়া বালিজুড়ি বাজারের ব্যবসায়ী মো. জাকারিয়ার চায়ের স্টল, রফিকুলে ইসলামের স’মিল, মজিবুর রহমানের সেলুন ও আব্দুল গণির ঔষধের দোকানসহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিসহ বাজারের পাশে গৃহহনীদের জন্য নির্মিত একাধিক ঘরে টিনের চাল নষ্ট হয়েছে।
বাজারের ব্যবসায়ী মো. জাকারিয়া জানান, আকষ্মিক ঝড়ে কোন প্রাণহানির না ঘটেলেও কয়েকজন ব্যবসায়ীর অন্তত ৫-৭টি দোকানঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। বাজারের পাশে নির্মিত একাধিক সরকারি ঘরের টিনের চালার ক্ষতি হয়েছে। এছাড়া ঝড়ে ভরাপাড় ও লস্করপুর গ্রামে অনেকের বাড়ির বিধস্ত হয়েছে।
কেন্দুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মইনউদ্দিন খন্দকার ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় সাংবাদিকদের জানান, বাজারের ব্যবসায়ী, সরকারি বসতঘরের উপকারভোগী এবং ভরাপাড় ও লস্করপুর গ্রামের ক্ষতিগ্রস্থদের তালিকা প্রস্তুত করা হচ্ছে।
পরে তাদের সরকারি সহায়তার আওতায় আনার উদ্যোগ নেয়া হবে। তাছাড়া ক্ষতিগ্রস্থদের মাঝে শুকনো খাবার বিতরণে ব্যবস্থা নেয়া কথা বলেন তিনি।