মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা:
জয়পুরহাটে সয়াবিন তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ করেছে জেলা বাম গণতান্ত্রিক জোট। এসময় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং সাংবাদিক রোজিনা ইসলামের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
সোমবার (৩১ মে) সকাল সাড়ে ১১ টায় শহরের জিরো পয়েন্টে বিক্ষোভ সমাবেশ করে বাম জোটের নেতা-কর্মীরা। এরআগে সিপিবি অফিসের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক ও কমিউনিস্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক এম এ রশিদের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, বাসদ জেলা আহ্বায়ক ওয়াজেদ পারভেজ, বাসদ জেলা সদস্য উৎপল দেবনাথ প্রমূখ।
এসময় বক্তারা সয়াবিন তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে তা কমানোর দাবি জানান এবং সাংবাদিক রোজিনা ইসলামের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে পর্যায়ক্রমে খুলে দেওয়ার দাবি জানানো হয়।