কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনা-পূর্বধলা আঞ্চলিক সড়কে চাল বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই জুনায়েদ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। জুনায়েদ নেত্রকোনার সদর উপজেলায় রৌহা ইউনিয়নে আমলী কেশবপুর গ্রামের জুয়েলের ছেলে সন্তান।
রবিবার দুপুর আড়াইটার দিকে নেত্রকোনা-পূর্বধলা আঞ্চলিক সড়কের কুমড়ী, আমলী কেশবপুর ও দুধকুড়ী এই তিন গ্রামের সীমানাস্থল সুইসগেট নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আড়াই দিকে জুনায়েদ তার দাদীর সাথে নেত্রকোনা থেকে অটোরিকশা (সিএনজি) যোগে বাড়িতে যাচ্ছিলেন। নেত্রকোনা-পূর্বধলা আঞ্চলিক সড়কের কুমড়ী, আমলী কেশবপুর ও দুধকুড়ী এই তিন গ্রামের সীমানাস্থল সুইসগেট নামক স্থানে সিএনজি থেকে দাদীসহ নামেন জোনাইয়েদ। রাস্তা অতিক্রম করা মুহুর্তে পূর্বধলাগামী চাল বোঝাই দ্রুতগামী ট্রাক শিশুটিকে চাপা দেয়। এতে দাদী রাস্তা অতিক্রম করতে পারলেও জুনায়েদের মাথা থেতলে ঘটনাস্থলেই মারা যায় সে।
এলাকাবাসী ট্রাকটিকে আটক করতে পারলেও এর চালক পালিয়ে যায়। পরে পুলিশ এসে এক বাড়ি থেকে ট্রাক চালককে আটক করেছে স্থানীয় সূত্রে জানা গেছে।
নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার সাকের আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পৌঁছে চাল বোঝাই ট্রাক জব্দ ও চালককে আটক করতে পেরেছে পুলিশ। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি প্রক্রিয়াধীন। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করার কথা জানান তিনি।