মোঃ হাবিবুর রহমান, নড়াইল প্রতিনিধি :
নড়াইলের লোহাগড়া থানার এড়েন্দা গ্রাম এলাকায় অভিযান চালিয়ে রবিউল ইসলাম (৩৮) নামে এক গাঁজা ব্যাবসায়ীকে আটক করেছে নড়াইল ডিবি (গোয়েন্দা) পুলিশের একটি দল। ২৯ মে (শনিবার) ভোর সাড়ে ৫ টায় এক কেজি পাঁচ শত গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।আটকটকৃত রবিউল ইসলাম ওই গ্রামের মন্টু শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন ভোরে এস,আই, দেবব্রত চিন্তাপাত্র, এএসআই সেলিমুজ্জামান ও এএসআই নাজিম উদ্দিন সমন্বয়ে ডিবি পুলিশের একটি দল থানার এড়েন্দা গ্রামে অভিযান পরিচালনা করে রবিউলের বসতবাড়ি হইতে এক কেজি পাঁচ শত গ্রাম গাঁজা সহ হাতেনাতে তাকে আটক করে।
এ ব্যাপারে জেলা গোয়েন্দ (ডিবি) পুলিশের এসআই দেবব্রত চিন্তাপাত্র বলেন, আটকটকৃত রবিউলকে লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।