আরিফুর রহমান :
ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদী থেকে ১০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।
শনিবার (২৯ মে) সকালে উপজেলা মৎস্য দপ্তরের অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে এ অবৈধ জাল আটক করা হয়। আটককৃত জাল উপজেলা পরিষদ চত্বরে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার, মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী এসএম সোয়েব ও নলছিটি পুলিশ ফাড়ির এটিএসআই এনামুল হক উপস্থিত ছিলেন ।
নলছিটি উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা বলেন, অবৈধভাবে নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরার কারনে দশ হাজার মিটার জাল আমরা উদ্ধার করে পুড়িয়ে ফেলেছি।এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।