শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে চেনা ছন্দে ছিলেন না সাকিব আল হাসান। তিন ম্যাচের একটিতেও সাকিব সূলভ পারফরম্যান্স দেখা যায়নি। তবে দলের সেরা তারকার দুর্দশায় চিন্তিত নন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। মনে করেন, শীঘ্রই কামব্যাক করবে সাকিব।
দীর্ঘ ২২ বছরের ওয়ানডে ইতিহাসে প্রথমবারের মত শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয় পায় বাংলাদেশ। হোয়াইটওয়াশ করার হাতছানিও ছিল। প্রথম দুই ম্যাচে মুশফিক-মাহমুদুল্লাহ’র ব্যাটিং ও মিরাজ-মোস্তাফিজদের বোলিংয়ের সুবাদে জয় পায় টাইগাররা। তবে শুক্রবার শেষ ওয়ানডেতে ৯৭ রানের হার দেখেছে তামিম ইকবালের দল। শেষ ম্যাচটিতে বাকিরা যখন ব্যর্থ, তখন সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সের খুব দরকার ছিল।
কিন্তু বল হাতে উইকেটশূন্য ৪৮ রান দেয়ার পর ৪ রানে আউট হয়ে ফেরেন সাজঘরে। প্রথম দুই ইনিংসে ব্যাট হাতে সাকিবের সংগ্রহ যথাক্রমে ১৫ ও ০। প্রথম ম্যাচে ২ উইকেট নেয়ার পর দ্বিতীয় ওয়ানডেতে ১ উইকেট পান।
পাপন বলেন, ‘সাকিবকে নিয়ে মন্তব্য করার কোনো কারণ নেই। তাকে নিয়ে আমি চিন্তিত নই। কারণ সে অবশ্যই আমাদের সেরা অলরাউন্ডার। তার সামর্থ্য নিয়েও আমাদের কারও কোনো সন্দেহ নেই। সে অবশ্যই কামব্যাক করবে।’
শেষ ম্যাচে হারের ব্যাপারে পাপন বলেন, ‘যত ভালো টিমই হোক না কেন, জিততে হলে ভালো খেলতেই হবে। আমি আগেও বলেছি, শ্রীলঙ্কা দলটা শক্তিশালী। আমরা প্রথম দুই ম্যাচে প্রত্যেকটা বিভাগে মোটামুটি ভালো করেছি। আজকে সেদিক দিয়ে পারিনি। কৃতিত্ব অবশ্যই দিতে হবে শ্রীলঙ্কান দলকে। কিন্তু আমাদের যে সামর্থ্য ছিল, সে অনুযায়ী করতে পারিনি।’