কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার পূর্বধলা উপজেলায় লাক মিয়া ফকির (২০) নামে একে যুবকের মৃত্যুকে ঘিরে রহস্য সৃষ্টি হয়েছে। শুক্রবার বিকেলে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।
পুলিশ বলছে এ মৃত্যুর পেছনে রহস্য থাকতে পারে। লাক মিয়া ফকির উপজেলার জারিয়া ইউনিয়নের ঘুমকান্দা গ্রামের আবু সিদ্দিকের ছেলে।
পূর্বধলা থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, লাক মিয়াকে সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে পরিবারের লোকজন। সেখানে চিকিৎসক মৃত ঘোষনা করলে পরে তারা লাশ বাড়িতে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিবারের লোকজনের কাছ থেকে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া পায়।
পরিবারের কেউ বলছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। আবার বলছে নিজ ঘরে ঝুলে আত্মহত্যা করেছে। কথাবার্তায় সন্দেহ সৃষ্টি হলে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে বিকেল ৫টার দিকে মর্গে প্রেরণ করা হয়েছে।
এব্যাপারে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোরশেদা খাতুন জানান, মৃত্যুকে নিয়ে রহস্য সৃষ্টি হওয়ায় লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে যাচ্ছি। আটকের বিষয়ে জানতে চাইলে এখনো (শুক্রবার বিকেল সাড়ে ৫টা) কেউ আটক নেই। তদন্তের পরে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।