কে এম সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মোমেশ্বরী নদীতে বালু তোলার কাজে ডুব দিলে এক বালু শ্রমিক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার সকাল ৭টার দিকে ওই নদীর তিন নম্বর বালু মহালে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের সময় তিনি নিখোঁজ হন।
নিখোঁজ শ্রমিক হাকিম (২২) উপজেলার চন্ডিগড় ইউনিয়নের ধানশিরা গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে এবং তার তিন বছর বয়সি এক ছেলে সন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বালু তোলার সময় ড্রেজারের পাইপ কিছুক্ষণ পর পর নদীর তলদেশে জায়গা পরিবর্তন করতে হয়। এই কাজের জন্য সকাল ৭টার দিকে হাকিম পানিতে ডুব দিয়েছিল। পানির নিচ থেকে ফিরে আসতে দেরি দেখে সাথে থাকা অন্যান্য শ্রমিকেরা তাকে উদ্ধারে চেষ্টা চালায়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সকাল ১১টা) নিখোঁজ বালু শ্রমিকের সন্ধান পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটস্থলে পৌঁছেছে। তারা স্থানীয়দের সাথে নিখোঁজকে উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
দুর্গাপুর থানার ওসি মো. শাহনুর-এ আলম নিখোঁজের সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়রাসহ ফায়ার সার্ভিস উদ্ধারে কাজ করছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।