তাসসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদী থেকে আতাউর রহমান (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৪ মে) বিকাল ৪টার দিকে উপজেলার কাপাসিয়া ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদীর মোশাররফের ঘাট এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত আতাউর রহমান ওই ইউনিয়নের ভাটি কাপাসিয়া গ্রামের ফয়জার রহমানের ছেলে।
কাপাসিয়া ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আতাউর রহমান মুঠোজাল দিয়ে নদীতে মাছ ধরছিলেন। বিকাল ৩টার দিকে জালসহ নিখোঁজ হন তিনি মোশাররফ হোসেনের খেয়া ঘাট এলাকা থেকে। ঘন্টাখানেক পরে নিখোঁজের জায়গা থেকে দক্ষিণে প্রায় এক কিলোমিটারদূরবর্তী এলাকায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।