স্প্যানিশ লা লিগায় শেষ ম্যাচটি খেলেননি। এর পরও লা লিগার সর্বোচ্চ গোলদাতার পিচিচি পুরস্কারটা উঠতে যাচ্ছে বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসির হাতেই।
৩০ গোল করে সবাইকে ছাড়িয়ে এই কিংবদন্তি। করিম বেনজেমা ও জেরার্দ মরেনোর গোল ২৩টি করে।
অ্যাতলেটিকোকে শিরোপা জেতানো লুইস সুয়ারেস করেছেন ২১ গোল। এখনো খেলা বাকি এমন দলের মধ্যে সেভিয়ার ইউসেফ এন নেসাইরির গোল ১৮টি। তাই রেকর্ড অষ্টমবার আর টানা পঞ্চমবার পিচিচি উঠতে যাচ্ছে মেসির হাতেই। ইউরোপের পাঁচ লিগে এত বেশিবার কোনো লিগের সর্বোচ্চ গোলদাতা হননি আর কেউই।
স্পেনের লা লিগায় এ নিয়ে ৮ বার সর্বোচ্চ গোলদাতা হলেন মেসি। জার্মান কিংবদন্তি জার্ড মুলার বুন্দেসলিগায় ৭ বার সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। গানার নরদাল সিরি ‘এ’ লিগে ও জিয়ান পিয়েরে পাপিন লিগ ওয়ানে ৫ বার করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। এছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগে ৪ বার সর্বোচ্চ গোলদাতা হওয়ার কীর্তি আছে সাবেক ফরাসী তারকা থিয়েরি অঁরির।