ইতালিয়ান সিরি’আ তে জুভেন্টাসের রাজত্বের অবসান ঘটেছে আগেই। তুরিনোর বুড়িদের টপকে ইতালিয়ান লিগের মুকুট পুনরুদ্ধার করেছে ইন্টার মিলান। তবে সবশেষ এক দশকে নয়বার সিরি’আ জয়ী ক্লাবটির শিরোপা হারিয়ে তার চেয়েও বড় লজ্জার সম্মুখীন হয়েছিল। শেষ রাউন্ডে পা একটু হড়কে গেলেই দীর্ঘ অনেক বছর পর শেষ চারের বাহিরে ছিটকে পড়ে উয়েফা ইউরোপা লিগ খেলতে হত রোনালদোদের।
ইতালিয়ান লিগে শেষ চার নিশ্চিত করে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলার টিকেট পেতে লিগের শেষ রাউন্ডে শুধু জিতলেই হতো না জুভেন্টাসের। এসি মিলান ও নাপোলির পয়েন্ট হারানোর দিকেও তাকিয়ে থাকতে হতো আন্দ্রে পিরলোর দলকে।
রোববার রাতে রোনালদোবিহীন ম্যাচে বোলোনিয়াকে হারিয়ে নিজেদের কাজ ঠিকঠাক করে জুভেন্টাস। অন্যদিকে দিনের অন্য ম্যাচে দুর্দান্ত ফর্মে থাকা এসি মিলান পথ না হারালেও নাপোলির হোঁচটে ইউরোপা লিগ এড়িয়ে ইউরোপ সেরার মঞ্চে জায়গা করে নিল আন্দ্রে পিরলোর দল।