দেখতে অর্ধেক জাহাজ আর অর্ধেক বিমানের মতো। দৈত্যকার এ যানটির নাম ডানাওয়ালা জাহাজ। ১৯৬০ সালে এ যানটির নকশা করেন রাশিয়ার প্রকৌশলীরা।
জাহাজটির টেস্ট ফ্লাইটে প্রকৌশলী হিসেবে কাজ করেছেন আলিগাদজি আবদুলগালিমভ।
প্রতিপক্ষের জাহাজকে টক্কর দিতে এটি তৈরি করা হয়েছিল। খুব নিচ দিয়ে উড়তে পারে বলে এটি রাডারে ধরা পড়ে না। তবে জাহাজটি কখনো এমন অপারেশনে যায়নি।
জাহাজটির অবতরণের জন্য বড় রানওয়ের দরকার নেই। জাহাজটিকে এখন রাশিয়ার কাস্পিয়ান সাগর অঞ্চলে ঘুরতে যাওয়া পর্যটকদের বিনোদনের জন্য রাখা হয়েছে।
সূত্র: ডয়েচে ভেলে।