এ বছরের জুনে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় এশিয়া কাপ টি-টোয়েন্টি স্থগিত করা হয়েছে। করোনা ভাইরাস অতিমাত্রায় বেড়ে যাওয়ায় বুধবার (১৯ মে) এই সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা।

এর আগে গত বছর আসরটি পাকিস্তানে হওয়ার কথা থাকলেও করোনা কারণে সেবারও স্থগিত করা হয়েছিল। আর নতুন আয়োজক হিসেবে শ্রীলঙ্কাকে নির্ধারণ করা হয়।

লঙ্কান ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা এ প্রসঙ্গে বলেন, ‘চলমান পরিস্থিতির কারণে এ বছরের জুনে টুর্নামেন্টটি আয়োজন সম্ভব হচ্ছে না। ’

তিনি আরও জানান, এই আসরটি হয়তো ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের পর মাঠে গড়াতে পারে। কেননা বেশিরভাগ দেশই আগামী দুই বছরের সূচি নির্ধারণ করে রেখেছে।

ডি সিলভা জানান, এশিয়ান ক্রিকেট কাউন্সিল দ্রুতই এ ব্যাপারে অফিসিয়াল বিবৃতি দেবে।

Share.
Leave A Reply

Exit mobile version