ফিরহাদ কন্যা প্রিয়দর্শিনী হাকিম এবার মুখ খুললেন বিজেপির বিরুদ্ধে। তিনি জানিয়েছেন, সিবিআই বিজেপির তোতাপাখি। বিজেপিতে যোগ দিলে তুমি গ্রেফতার হবে না, না হলে জেলে থাকবে। আমার বাবাকেও বিজেপিতে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল। বাবা বিজেপিতে যোগ না দেওয়ায় সিবিআই দিয়ে গ্রেফতার করানো হয়েছে।
ফিরহাদকে গ্রেফতারের পর ভারতীয় সংবাদমাধ্যমে এমনটাই জানিয়েছেন প্রিয়দর্শিনী। তিনি আরও বলেন, যারা আজ বিজেপিতে যায়নি তাদেরই গ্রেফতার করা হয়েছে। যারা গেছেন তাদের গ্রেফতার করা হয়নি।
উল্লেখ্য, এর আগে সোমবারও প্রিয়দর্শিনী অভিযোগ করেন প্রধানমন্ত্রী মোদি এবং অমিত শাহের ষড়যন্ত্রের কথা বলে। গণতান্ত্রিকভাবে বাংলায় ভোটে জিততে না পেরে সবচেয়ে জনপ্রিয় নেতাদের গ্রেফতার করছে আর রাজ্য অশান্তি সৃষ্টি করে রাষ্ট্রপতি শাসনের ফাঁদ তৈরি করছে। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।