পুরো ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সহিংসতার বিরুদ্ধে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। জানা গেছে, অবরুদ্ধ গাজা উপত্যকা এবং পশ্চিম তীরের পাশাপাশি ইসরায়েলের ভেতরেও গতকাল মঙ্গলবার সাধারণ ধর্মঘট পালিত হয়েছে। খবর পার্সটুডের।
ইহুদিবাদী ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে ইসরাইলের অভ্যন্তরের বিক্ষুব্ধ লোকজন প্রতিবাদ সমাবেশ করে। তবে কারা এই বিক্ষোভ প্রতিবাদ করেছে তাদের সঠিক পরিচয় জানা যায়নি বলে খবর প্রকাশ করেছে লেবাননের আল-মায়েদিন টেলিভিশন চ্যানেল।
উল্লেখ্য, ১৯৪৮ সালে অবৈধভাবে ইসরাইল প্রতিষ্ঠার আগের সীমানায় ইহুদিবাদীদের সঙ্গে ফিলিস্তিনি জনগণের সংঘর্ষ চলছে। গাজা এবং পবিত্র জেরুজালেম শহরে ইসরায়েলি সেনারা আগ্রাসন চালানোর শুরু থেকেই এ ধরনের বিক্ষোভ-প্রতিবাদ হয়ে আসছে ইসরায়েলের অভ্যন্তরে।