স্টাফ রিপোর্টার : দিনমজুর স্বামী কাজের কারণে থাকেন দুরে। এ সুযোগে স্বামীর জমানো টাকা আর স্বর্ণালংকার নিয়ে জমানো প্রতিবেশী প্রেমিকের হাত ধরে লাপাত্তা হয়েছেন স্ত্রী। প্রতিকার পেতে থানায় হাজির হয়েছেন স্বামী।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার জয়পুর গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে মোহনগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন স্বামী অলিউল্লাহ।
এর আগে সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় কাজের জন্য চট্টগ্রামে অবস্থান করছিলেন অলিউল্লাহ। পরে খবর পেয়ে দ্রুত বাড়িতে এসে অভিযোগ দায়ের করেন।
অভিযোগ থেকে জানা গেছে, উপজেলার দুর্গাপুর গ্রামের মো. আলী উসমানের ছেলে অলিউল্লাহ একই উপজেলায় জয়পুর গ্রামের মো. অতুল মিয়ার মেয়ে অপি আক্তারকে পাঁচ বছর আগে পারিবারিক ভাবে বিয়ে করেন। এ দম্পতির চার বছর বয়সী একটি ছেলে রয়েছে। কাজের জন্য চট্টগ্রাম অবস্থান করায় ঘন ঘন বাবার বাড়িতে যাবার কারণে প্রতিবেশী পরশ মিয়ার সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে তারা বাড়ি ছেড়ে পালিয়ে যায়। পরশ মিয়া দুই সন্তানের জনক বলে জানা গেছে।
অলিউল্লাহ বলেন, ইনকামের কিছু অংশ বাড়ি তৈরি করার জন্য শ্বশুরের কাছে জমা রেখেছিলাম। ওইদিন সেই টাকা থেকে দুই লক্ষ বিশ হাজার টাকা আনতে বলেছিলাম স্ত্রীকে। আগে থেকেই হয়তো তাদের পরিকল্পনা ছিল, তাই টাকা নিয়ে আর বাড়ি ফেরেনি। তার নিজের ব্যবহৃত দুই ভরি স্বর্ণ ছিল সেগুলোও নিয়ে গেছে। তারপর থেকে ফোন দিলে ওই ছেলে ফোন রিসিভ করে। কখনো আজে বাজে কথা বলে। কখনো কিছুই বলে না, ফোন রিসিভ করে রেখে দেয়। তাই বাধ্য হয়ে আইনের আশ্রয় নিলাম।
এ বিষয়ে মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আখতারুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।