কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনায় সোমেশ্বরী নদী থেকে প্রায় ৬৫ বয়সি এক অজ্ঞাত বৃদ্ধের ভাসমান লাশ ভাসতে দেখতে পায় স্থানীয়রা। মঙ্গলবার রাত ৯টার দিকে জেলার দুর্গাপুর উপজেলায় বাকলজোড়া ইউনিয়নের সোমেশ্বরী নদীতে মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়া হয়।
বাকলজোড়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, কুমদগঞ্জ বাজারের পাশে সোমশ্বরী নদীতে পরনে লুঙ্গি, শরীরে কাপড় নেই ও দাঁড়ি রয়েছে এরকম এক ব্যক্তির লাশ ভাসতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে। আনুমানিক ৬৫ বয়সের মতো হবে অজানা ওই ব্যক্তির। ধারণা করছি এক দিনে আগের মৃতদেহ হবে।
দুর্গাপুর থানার ওসি মো. শাহনুর-এ আলম ঘটনাস্থল থেকে বলেন, ৬৫ বৎসর বয়সের বৃদ্ধের মরদেহ সোমেশ্বরী নদী থেকে উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হবে বলে জানান তিনি।